ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কাজল মিয়া, পদক শিকারে নৌবাহিনী শীর্ষে

৩ নতুন জাতীয় রেকর্ডে শুরু বঙ্গবন্ধু জাতীয় সাঁতার

প্রকাশিত: ২২:৩৫, ২৩ অক্টোবর ২০২১

৩ নতুন জাতীয় রেকর্ডে শুরু বঙ্গবন্ধু জাতীয় সাঁতার

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ৩০তম আসর শুক্রবার থেকে ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁতার সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। নারীদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর মরিয়ম আক্তার ১ মিনিট ১৯.০০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ভেঙ্গে দেন সেনাবাহিনীর রুমানা আক্তারের ২০১৬ সালে গড়া ১ মিনিট ১৯.৫৩ সেকেন্ডের টাইমিং। নারীদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর যুঁথি আক্তার স্বর্ণ জেতার পাশাপাশি নতুন জাতীয় রেকর্ড গড়েন ৩২.৭৫ সেকেন্ড সময় নিয়ে। ভেঙ্গে দেন পাঁচ বছর আগের নাঈমা আক্তারের (সেনাবাহিনী) ৩৩.৭৪ সেকেন্ডের টাইমিংকে। পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন জাতীয় রেকর্ড গড়েন নৌবাহিনীর কাজল মিয়া। তিনি সময় নেন ২ মিনিট ১২.০৫ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ড। মজার ব্যাপার- এবারের বাংলাদেশ গেমসে এই টাইমিংটি করেছেলেন এই কাজল মিয়া নিজেই! প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১০ স্বর্ণ, ৮ রৌপ্য, ২ ব্রোঞ্জপদক পেয়ে পদক তালিকার শীর্ষে আছে। বাংলাদেশ সেনাবাহিনী ২ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৬ ব্রোঞ্জপদক নিয়ে দুইয়ে এবং বিকেএসপি ৪ ব্রোঞ্জ পদক অর্জন করে। ব্যক্তিগত পদক তালিকায় শীর্ষে আছেন পুরুষ বিভাগে নৌবাহিনীর কাজল মিয়া (২ স্বর্ণ) এবং নারী বিভাগে একই দলের সোনিয়া খাতুন (২ স্বর্ণ ও ১ রৌপ্য)।
×