ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইতিহাস সৃষ্টি করল নামিবিয়া

প্রকাশিত: ২২:৩৫, ২৩ অক্টোবর ২০২১

ইতিহাস সৃষ্টি করল নামিবিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস সৃষ্টি করল নামিবিয়া। প্রথমবার টি২০ বিশ^কাপে খেলতে এসেই সুপার টুয়েলভে নাম লেখাল দক্ষিণ আফ্রিকান অঞ্চলের দেশটি। শুক্রবার রাউন্ড ওয়ানে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এ কীর্তি গড়ে জেরার্ড এরাসমাসের দল। শারজায় টস জিতে ব্যাটিং নেয়া আইরিশরা ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। জবাবে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ক্যামিও উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ। ডু অর ডাই ম্যাচে তারকাখচিত আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার পল স্টারলিং, কেভিন ও ব্রায়েন ২৫ এবং অধিনায়ক এ্যান্ড্রু বালবির্নি আউট হন ২১ রান করে। বাকি সাত ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওয়াইজ ২ এবং জেন ফ্র্যাইলিঙ্ক নেন ৩ উইকেট। জবাবে ইতিহাস গড়ার পথে নামিবিয়ার হয়ে অধিনায়ক এরাসমাস দারুণ ব্যাটিং করেন। তিনি অপরাজিত থাকেন ৪৯ বলে ৫৩ রান করে। দারুণ এ জয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠল নামিবিয়া। যেখানে গ্রুপের সেরা হিসেবে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করে শ্রীলঙ্কা। নামিবিয়াকে তাই খেলতে হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে।
×