ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পথকলি রাগবির প্রধান অতিথি যখন সুবিধাবঞ্চিত মাঠকর্মী!

প্রকাশিত: ২০:২৭, ২২ অক্টোবর ২০২১

পথকলি রাগবির প্রধান অতিথি যখন সুবিধাবঞ্চিত মাঠকর্মী!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর বেশিরভাগই সারাবছর কার্যক্রমে নিষ্ক্রিয় থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম রাগবি ফেডারেশন। রাগবি খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং দক্ষ খেলোয়াড় তৈরি তাদের উদ্যোগ-কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। শুক্রবার তারা পল্টনের আউটার স্টেডিয়ামে আয়োজন করলো শেখ রাসেল পথকলি রাগবি প্রতিযোগিতা (নাইন স্টার যুব সংঘের সহযোগিতায়)। ফাইনাল খেলা শেষে রাগবি ফেডারেশন এমন একটি কাজ করেছে, যা সবাইকে যেমন চমকে দিয়েছে, তেমনি সবার প্রশংসাও কুড়িয়েছে। বিজয়ী ও বিজিত দলকে প্রধান অতিথি হিসেবে ফেডারেশন এমন একজনকে হাজির করে, যিনি একজন সুবিধাবঞ্চিত মাঠকর্মী! তার নাম মনসুর মোল্লা। ৬ দলকে নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পল্টন ২-০ পয়েন্টে কমলাপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের আশরাফুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, কার্যনির্বাহী সদস্য ও প্রতিযোগিতা সম্পাদক সিরাজুল ইসলাম, দীন ইসলাম, নাইন স্টার যুব সংঘের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সগীর প্রমুখ।
×