ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে সন্ত্রাসী দিয়ে গভীর রাতে স্বামীকে হত্যার চেষ্টা ॥ স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ১৯:৫৮, ২২ অক্টোবর ২০২১

পীরগঞ্জে সন্ত্রাসী দিয়ে গভীর রাতে স্বামীকে হত্যার চেষ্টা ॥ স্ত্রী গ্রেফতার

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার চাপোড় গ্রামে সন্ত্রাসী দিয়ে গভীর রাতে স্বামীকে হত্যার চেষ্টা করায় শুক্রবার দুপুরে পীরগঞ্জ থানা পুলিশ শরিফা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে। জানা গেছে ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী শরিফা বেগম তার স্বামীর অঢেল সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে ও নির্বিঘেœ একাধিক পুরুষের সাথে পরকিয়া করার জন্যে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। তার অসুস্থ্য স্বামী বাড়ির পার্শ্বে মিলের গদি ঘরে থাকেন। বৃহস্পতিবার রাতে শরিফা বেগম তার স্বামী খাইরুল ইসলাম কে সু-কৌশলে তার স্বামীর দোতালা বাসায় নিয়ে যায়। শরিফা বেগমের মনোনিত ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা গভীর রাতে শরিফার কক্ষে প্রবেশ করে শরিফা সহ সন্ত্রাসীরা তার স্বামী কে হত্যার চেষ্টা করে। খাইরুল ইসলামের মা ও প্রথম স্ত্রী ওয়ারেশা বেগম এর পুত্র মোঃ জীবন ঘরের ভিতর বিকট শব্দ শুনে তার দাদীকে নিয়ে তার বাবার কক্ষে প্রবেশ করে। ওই সময় সন্ত্রাসীরা শরিফা বেগমের সহযোগীতায় দ্রুত পালিয়া যায়। খাইরুল ইসলাম শরিফা ও সন্ত্রাসীদের আঘাতে নিস্তেজ হইয়া পরে। এ ব্যাপারে খাইরুল ইসলাম জানান আমার দ্বিতীয় স্ত্রী শরিফা বেগম আমাকে হত্যা করে আমার প্রথম স্ত্রীর ছেলে জীবনকে মামলায় জড়িয়ে আমার ধন সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে আমার স্ত্রী শরিফা বেগম আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান শরিফা বেগম কে থানার এসআই স্বপন কুমার ও সঙ্গীয় ফোর্স গ্রেফতার করেছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত চলছে।
×