ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবি কেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১৬:৪৭, ২২ অক্টোবর ২০২১

চবি কেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’-ইউনিট চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর ঢাবি ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, চবির প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। চবি কেন্দ্রের এই ইউনিটে মোট ৩,৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩,১৮০ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৯.৩৯ শতাংশ। উল্লেখ্য, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবি কেন্দ্রে ঢাবির পরীক্ষা শেষ হবে।
×