ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২১

নওগাঁয় সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের পক্ষ থেকে শুক্রবার সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন অুনষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির ও পূজামন্ডপে হামলার প্রতিবাদে শহরের নওযোয়ান মাঠের প্রধান ফটকের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে ও প্রতাপ চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, সহ-সভাপতি এ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, ম আ ব সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, নাইস পারভীন, আফরোজা রুমু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের উচিত অতি দ্রুত এই সব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তরমূলক শাস্তির ব্যবস্থা করা। তবেই বাকিরা সতর্ক হয়ে যাবে আর ভবিষ্যতে কেউ এধরনের ঘৃণ্য কাজ করার সাহস পাবে না। যারাই দেশের সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে এই ধরনের কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।
×