ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

প্রকাশিত: ১৩:৪৮, ২২ অক্টোবর ২০২১

বরিশালে নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘ভাঙ্গে নদী বসত বাড়ি শুনতে কি পাও আর্তনাদ, বেঁচে থাকার জন্য মোরা চাই টেকসই বেড়িবাঁধ’ শ্লোগানকে সামনে রেখে নদী ভাঙ্গনরোধে সরকারের দৃষ্টি আকর্ষন করে জেলার বাবুগঞ্জে মানববন্ধন করেছেন ভাঙ্গন কবলিত গ্রামবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর তীরে দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বীর প্রতীক রত্তন আলী শরীফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মজিবুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মোঃ বাবুল ঢালী, মোসলেম সিকদার, আবুল হোসেন ঢালী, রহিম সিকদার প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উত্তর পূর্ব পাড় থেকে সরকারী আবুল কালাম ডিগ্রী কলেজ পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রাকুদিয়া গ্রাম। গত এক বছরের নদী ভাঙনে প্রায় শতাধিক পরিবার বসত ভিটে হারিয়েছেন। বর্তমানে সুগন্ধার ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে ওই এলাকার মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
×