ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত-৭, আহত-২০ ও নিখোঁজ-৩

প্রকাশিত: ১১:০৭, ২২ অক্টোবর ২০২১

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত-৭, আহত-২০ ও নিখোঁজ-৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গ্রুপ আরসা ক্যাডারদের গুলিতে সাতজন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও ছুরিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে। আজ শুক্রবার ভোররাতে উখিয়ার ১৮নং ক্যাম্পে পৃথক দুইটি ঘটনা ঘটেছে। যারা প্রত্যাবাসনে আগ্রহ প্রকাশ করছে, ওইসব রোহিঙ্গাকে চিহ্নিত করে হত্যা করে চলেছে আরসা ক্যাডাররা। ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামের একটি মাদ্রাসায় সন্ত্রাসী রোহিঙ্গাদের হামলায় ৩ রোহিঙ্গাসহ সাত জন নিহত ও তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ক্যাম্পে আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছে তাদের স্বজনরা। নিহতরা হচ্ছে- রোহিঙ্গা ক্যাম্প-১২, ব্লক-জে-৫ এর আশ্রিত রোহিঙ্গা মাদ্রাসা শিক্ষক মো: ইদ্রীস (৩২), ক্যাম্প-৯ ব্লক-১৯ এর মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে ইব্রাহীম হোসেন (২৪), ক্যাম্প-১৮, ব্লক-এইচ -৫২ এর নুরুল ইসলামের ছেলে মাদ্রাসার ছাত্র আজিজুল হক (২২), একই ক্যাম্পের ভলান্টিয়ার আবুল হোসেনের ছেলে মোঃ আমীন (৩২), ক্যাম্প-১৮, ব্লক-এফ-২২ এর মোহাম্মদ নবীর ছেলে মাদ্রাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), এফডিএমএন ক্যাম্প-২৪এর রহিম উল্লাহর ছেলে মাদ্রাসা শিক্ষক হামিদুল্লাহ (৫৫) ও ক্যাম্প-১৮, ব্লক- এইস ৫২ এর নুর মোহাম্মদের ছেলে ও মাদ্রার ছাত্র নুর কায়সার (১৫)। ঘটনার খবর জানতে পেরে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ এর পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এসময় পুলিশ হামলাকারীদের একজনকে একটি দেশীয় লোডেড ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও একটি ছুরি সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
×