ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

ওমানকে ৮ উইকেটে হারিয়ে স্কটল্যান্ড গ্রুপ-বিতে চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০১:৫৬, ২২ অক্টোবর ২০২১

ওমানকে ৮ উইকেটে হারিয়ে স্কটল্যান্ড গ্রুপ-বিতে চ্যাম্পিয়ন

রুমেল খান ॥ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত স্কটল্যান্ড-ওমান ম্যাচ নিয়ে ওই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের যতটা আগ্রহ ছিল, তার চেয়েও কোন অংশে আগ্রহের কমতি ছিল না বাংলাদেশী ক্রিকেটানু-রাগীদেরও। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক ওমানকে আইসিসি টি২০ বিশ^কাপ থেকে বিদায় করে দেয় স্কটল্যান্ড। তারা জয়লাভ করে দাপটের সঙ্গে, ৮ উইকেটে। ম্যাচসেরা হন বিজয়ী দলের জশ ড্যাভে। এই জয়ে রাউন্ড ওয়ানে বি-গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সুপার টুয়েলভে খেলারও যোগ্যতা অর্জন করল স্কটিশরা। বাংলাদেশী ক্রিকেটামোদীরা এই ম্যাচে ওমানকে সমর্থন করেছিলেন। কেননা ওমান জিতলে বি-গ্রুপে বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হতো। ওমান হতো গ্রুপ রানার্সআপ। আর বিদায় নিতে হতো স্কটল্যান্ডকে। কিন্তু ওমানের দুভার্গ্য। সেটা হয়নি। তারপরও লাল-সবুজ বাহিনীর সুপার-১২ তে যাওয়াও তো আটকায়নি। সেটাই যা সান্ত¡না। ৩ ম্যাচের প্রতিটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি স্কটল্যান্ডের। সমান ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে ওমান তিনে এবং শূন্য পয়েন্ট নিয়ে পাপুয়া নিউ গিনি আছে তলানিতে। বি-গ্রুপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ এখন খেলবে পরবর্তী পর্ব গ্রুপ ‘১’-এ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল (এখনও নির্ধারিত হয়নি)। গ্রুপ ‘২’-এ স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ‘এ’ গ্রুপের রানার্সআপ দল (এখনও নির্ধারিত হয়নি)। আগামী রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ-গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বি-গ্রুপের রানার্সআপ দল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২৭ অক্টোবর ইংল্যান্ড, ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ২ নবেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নবেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবারের ওমান-স্কটল্যান্ড ম্যাচে ফেরা যাক। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ওমান। ২০ ওভার পুরোটা খেলে ১২২ রান করে অলআউট হয়ে যায় তারা। ওপেনার আকিব ইলিয়াস ৩৭, মোহাম্মদ নাদিম ২৫ ও অধিনায়ক জিশান মাকসুদের ৩৪ রান ছিল উল্লেখযোগ্য সংগ্রহ। স্কটিশ বোলার জশ ড্যাভে (৩/২৫), মাইকেল লিস্ক (২/১৩) এবং সাফইয়ান শারিফ (২/২৫)-এর বোলিং ছিল উল্লেখযোগ্য। জবাবে স্কটল্যান্ড আয়েশী উইলোবাজি করে ৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে তারা। জর্জ মুনসে ২০, অধিনায়ক কাইল কোয়েটজার ৪১, ম্যাথিউ ক্রস ২৬* ও রিচি বেরিংটন ৩১* রান করেন। ওমানের ফাইয়াজ বাট ও খাওয়ার আলী ১টি করে উইকেট লাভ করেন।
×