ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই জুডিসিয়ারি ও ই কোর্ট অবিলম্বে স্থাপনের বিষয়ে জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ০১:৩৭, ২২ অক্টোবর ২০২১

ই জুডিসিয়ারি ও ই কোর্ট অবিলম্বে স্থাপনের বিষয়ে জানতে চান হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ দেশের আদালতসমূহে ই-জুডিসিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত সময়ের মধ্যে স্থাপনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ নবেম্বরের মধ্যে পুনরায় আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। অন্যদিকে একাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে পদাবনমনের সাজা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনমনের সিদ্ধান্ত বিষয়ে শুনানি পিছিয়ে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। হাইকোর্টে দুটি রিট ॥ স্টাফ রিপোর্টার জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসারসহ দেশের সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দেয়ার জন্য রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ দুটি রিট দায়ের করা হয়েছে।
×