ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০০:৩৪, ২২ অক্টোবর ২০২১

মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের সদস্য নাবিক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে ওই উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পড়ে তিনি (পারভেজ) নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম মঙ্গলবার ভোরে নদীতে অভিযান পরিচালনা করছিল। কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপক তল্লাশি চালিয়ে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা খাবার ও ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
×