ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে প্রবারণায় উৎসবের আমেজ

প্রকাশিত: ০০:৩৩, ২২ অক্টোবর ২০২১

বান্দরবানে প্রবারণায় উৎসবের আমেজ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান ॥ বৌদ্ধ ধর্র্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবানে চলছে বর্ণাঢ্য আয়োজন। বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও প্রবারণা উৎসব উদযাপন কমিটির আয়োজনে গত বুধবার সকাল থেকে দুই দিনব্যাপী জেলাজুড়ে চলছে নানা আনুষ্ঠানিকতা। বুধবার সকাল থেকে বৌদ্ধ বিহারে প্রার্থনা, ভিক্ষুদের উন্নত খাবার বিতরণ আর সন্ধ্যা থেকে শুরু হয় হাজার বাতি প্রজ্বালন, মহারথ টানা, ফানুস বাতি উত্তোলন ও পাড়ায় পাড়ায় পিঠা তৈরির উৎসব। জেলাজুড়ে মারমা সম্প্রদায়ের পাশাপাশি, চাকমা, ত্রিপুরা, চাক, বড়ুয়াসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ এই উৎসবে যোগ দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা শহরের উজানীপাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে ফানুস বাতি উত্তোলনের উদ্বোধন করেন। এরপরই জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় ফানুস বাতি উত্তোলন।
×