ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগে জায়ান্টদের জয়

প্রকাশিত: ০০:১৪, ২২ অক্টোবর ২০২১

চ্যাম্পিয়ন্স লীগে জায়ান্টদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বুধবার জয়ের দেখা পেয়েছে সব বড় দল। এর ফলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বার্সিলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার জেরার্ড পিকের সৌজন্যে তারা ১-০ গোলে পরাজিত করেছে ডায়নামো কিয়েভকে। একই গ্রুপের আরেক ম্যাচে বেয়ার্ন মিউনিখ গোল উৎসব করেছে। জার্মান জায়ান্টরা এদিন ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বেনফিকাকে। এছাড়াও দিনের অন্যান্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে আটালান্টাকে, চেলসি ৪-০ ব্যবধানে মালমোকে এবং জুভেন্টাস ১-০ গোলে পরাজিত করে সেন্ট পিটার্সবার্গকে। বুধবার রাতে অনেকটা চাপ নিয়েই মাঠে নামে বার্সিলোনা। কারণ পরের রাউন্ডে যেতে ম্যাচটি জেতা জরুরি। যদিও ডায়নাভো কিয়েভের বিপক্ষে জয়টা পেতে অনেক কষ্ট করতে হয়েছে বার্সার। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মাত্র একটি গোল পেলেও বল দখলে ও আক্রমণে সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১১টি শট নেয় তারা। যার তিনটি লক্ষ্যে রাখতে পারে কোম্যান শিষ্যরা। বিপরীতে কিয়েভের তিন শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ম্যাচের ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার পিকে। জর্দি আলবার দারুণ ক্রসে কাছ থেকে ভলিতে বল জালে পাঠান কাতালান ক্লাবটির স্প্যানিশ রক্ষণসৈনিক। এই জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে অবস্থান করছে বার্সিলোনা। এদিকে, সিরি’এ লীগে যেমনই রয়েছে চ্যাম্পিয়নস লীগে দারুণ ছন্দে জুভেন্টাস। বুধবার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। তবে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে জয়টা এসেছে বেশ কষ্টে। মাত্র ১-০ গোলের ব্যবধানে। আরেকটু হলে ম্যাচটা ফলই উপহার দিতে পারত না। নিষ্ফলা লড়াইয়ের আশঙ্কা জাগায়। ম্যাচের ৮৬ মিনিটে স্বস্তির গোল করেন ডিজান কুলুসেভস্কি। ইতালিয়ান জায়ান্টরা কষ্টে জিতলেও ‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে চেলসি গোল উৎসব করেছে। স্ট্যামফোর্ড ব্রিজে মালমোকে ডেকে এনে ৪-০ গোলে বিধস্ত করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ম্যাচের চারটি গোলই হয়েছে এক ঘণ্টার মধ্যে। তবে এদিন রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কেননা আটালান্টার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই যে দুই গোল হজম করে বসে ওলে গানার সোলসজায়েরের দল। যার ফলে শঙ্কা জেগেছিল আরও একটি হারের। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রেড ডেভিলরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ দিকের নিখুঁত এক হেডে আটালান্টার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে দলটি। ওল্ড ট্র্যাফোর্ডে ‘এফ’ গ্রুপের ম্যাচে ১৫ মিনিটে জোসিপ ইলিসিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে দারুণ এক ক্রস করেন ডেভিড জাপাকস্তা। একেবারে ফাঁকায় থাকা মারিও পাসালিচ বল ইউনাইটেডের জালে পাঠাতে কোনো ভুল করেননি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আটালান্টা। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রাশফোর্ডের গোলে ব্যবধান কমায় ইউনাইটেড। ৭৫ মিনিটেই সমতায় ফিরে স্বাগতিক দল। গোলদাতা মাগুইর। স্যাটের ৮১ মিনিটে লুক শর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে পাঁচ বারের ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
×