ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুগদা হাসপাতালে আগুন, আহত ১০

প্রকাশিত: ২৩:৫৮, ২২ অক্টোবর ২০২১

মুগদা হাসপাতালে আগুন, আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোঃ রায়হান জানান, মুগদা হাসপাতালে আগুনের খবর পেয়ে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে। মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন, হাসপাতালের ছয়তলায় অবস্থিত ইকো ক্যাথ ল্যাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তখন সেখানে কোনও রোগী ছিলেন না। অনেকটা শব্দ হয়ে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরিত হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড। তবে বিস্ফোরণে কাঁচের টুকরো ভেঙ্গে কয়েকজন কর্মচারী আঘাত পেয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়েছে। ষষ্ঠ তলা থেকে রোগীদের নিচে নামিয়ে এনেছে কর্তৃপক্ষ। ইকো ক্যাথ ল্যাবের টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার জানান, তারা ল্যাবে কাজ করছিলেন। হঠাৎ ল্যাবের এসির বিস্ফোরণ ঘটে। এতে ল্যাবে আগুন ধরে যায়। আগুনে অন্তত ১০ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- মণিকা পেরেরা, শাহিনা আক্তার, মেরি আক্তার, রুমি খাতুন, সাইদুর রহমান, নাজমুল ইসলাম ও আলমগীর রাজন। এই সাতজনের মধ্যে ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেন, ইকো ক্যাথ ল্যাবের ইনচার্জ মণিকা পেরেরার হাত, পা ও মুখ দগ্ধ হয়েছে। মেরি আক্তারের দুই হাত দগ্ধ হয়েছে। শাহিনা আক্তারের হাত ও মুখ দগ্ধ হয়েছে। রুমি খাতুনের দুই হাত ও বাঁ পা দগ্ধ হয়েছে। নাজমুল ইসলাম ও সাইদুর রহমানের হাত দগ্ধ হয়েছে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মুগদা হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাÐের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বার্ন ইনস্টিটিউট ও চারজনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×