ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হঠাৎ বন্যায় তিস্তাপাড়ে ১৫ হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত: ২৩:২৯, ২২ অক্টোবর ২০২১

হঠাৎ বন্যায় তিস্তাপাড়ে ১৫ হাজার মানুষ পানিবন্দী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেয়ায় উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি ব্যাপকভাবে বেড়েছে। রংপুরের নদী তীরবর্তী চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ এ বন্যায় গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তাপারের ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বন্যায় বিপর্যয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তিস্তার তীব্র স্রোতে তলিয়ে গেছে শেখ হাসিনা দ্বিতীয় সেতুর সংযোগ সড়ক। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বাগেরহাটে অতিবৃষ্টিতে তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ভারত গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেয়ায় উজানের ঢলে তিস্তা নদীর পানি ব্যাপকভাবে বেড়েছে। এতে রংপুরে তীরবর্তী চরের প্লাবিত নিম্নাঞ্চলে পানি ঢুকে ফসলি জমি ও বসতভিটা পানিতে তলিয়ে গেছে। তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। আকস্মিক এ বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমিসহ ধান, আলু, শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষেত। পানির তীব্র স্রোতে নদীভাঙ্গনের ফলে সড়কপথেও ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে রংপুর-লালমনিরহাট জেলার আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে গেছে। বন্ধ হয়ে গেছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর শেখ হাসিনা সেতু থেকে লালমনিরহাটের কালীগঞ্জ কাকিনা পর্যন্ত সড়কপথে যোগাযোগ। এছাড়া বিভিন্ন চর এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধগুলো ঝুঁকিতে রয়েছে। লালমনিরহাট ॥ উজানের স্রোতের তোড়ে ভেঙ্গে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় সেতুর সংযোগ সড়কটি। এতে কাকিনা-রংপুর মহাসড়কটি সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় পানির তোড়ে শেষ পর্যন্ত এলজিইডির এই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড রক্ষা করতে পারেনি। হু হু করে পানি ছুটে চলছে। তিস্তার প্রবল স্রোতে তোড়ে কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর মহাসড়ক ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কুড়িগ্রাম ॥ উজানের ঢলে ও ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেয়ায় তীব্র গতিতে বাড়ছে তিস্তা নদীর পানি ও ভাঙ্গন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষজন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১২ ঘণ্টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
×