ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্ম

প্রকাশিত: ২৩:২৪, ২২ অক্টোবর ২০২১

জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্ম

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে ‘জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্ম’ কার্যক্রম। বৃহস্পতিবার বিকেলে জনকণ্ঠ ভবনের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির ডিজিটাল প্ল্যাটফর্মের লোগো পরিচিতি ও কার্যক্রম পরিধি উপস্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) জিনাত জেরিন আলতাফ, নির্বাহী পরিচালক (প্রশাসন) নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক (হিসাব) মোঃ মজিবুর রহমান, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেমুল হক, বার্তা সম্পাদক এম.এ. হামিদুজ্জামান, প্রধান প্রতিবেদক কাওসার রহমান, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, এসিস্ট্যান্ট এডিটর মিলু শামস, মফস্বল ইনচার্জ শামসুল আলম সেতু, কম্পিউটার ও আইটি বিভাগের জিএম মফিজুর রহমান, ডিজিএম মোহাম্মদ নাসিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া কারিগরি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ডিজিটাল প্ল্যাটফর্মের আশরাফউজজামান, কামরুজ্জামান রঞ্জু, আজিজুর রহমান সুজন ও শেখ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে প্ল্যাটফর্মটির আধুনিক বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইতোমধ্যে জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। আগামীতে এটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়। ইতোমধ্যে জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ও টিকটক-এ নিয়মিত প্রচারিত হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দৈনিক জনকণ্ঠের সংবাদপত্র পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান ‘আজকের জনকণ্ঠ’, জেলা ভিত্তিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সরেজমিন’, অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্কট ও সম্ভাবনা শীর্ষক বিশেষ অনুষ্ঠান ‘টক ই বিজ’ ও জনপ্রিয় তারকাদের নিয়ে সাপ্তাহিক আড্ডা ‘ভালোবাসার রং তুলিতে’। এছাড়া জেলা ও উপজেলার জনপ্রিয় ও আলোচিত সচিত্র প্রতিবেদন প্রতিদিনই প্রকাশ হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির কয়েকজন প্রতিনিধির মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য মোবাইল ডিভাইস ও জনকণ্ঠের লোগো সংবলিত বুম হস্তান্তর করা হয়।
×