ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রিন আইসিটি ফর গ্রিন ডেভেলপমেন্ট সম্মেলন আয়োজন হুয়াওয়ের

প্রকাশিত: ২২:০৪, ২১ অক্টোবর ২০২১

গ্রিন আইসিটি ফর গ্রিন ডেভেলপমেন্ট সম্মেলন আয়োজন হুয়াওয়ের

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুবাইয়ে হুয়াওয়ে এবং ইনফর্মাটেক যৌথ উদ্যোগে‘বেটার ওয়ার্ল্ড সামিট: গ্রিন আইসিটি ফর গ্রিন ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেস গ্রুপের চিফ মার্কেটিং অফিসার বব কাইসহ ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ এই সামিটে তাঁদের চিন্তা ভাবনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন ইনফর্মাটেকের সার্ভিস প্রোভাইডার মার্কেটের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড মাহনি, সংযুক্ত আরব আমিরাতের ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ড. ডেনা আসাফ, জায়ান্ট ভেঞ্চারসেরসহ-প্রতিষ্ঠাতা টমি স্ট্যাডলেন, এতিসালাতের কর্পোরেট কমিউনিকেশনস এসভিপি ড. আহমেদ বিন আলী, অরেঞ্জের গ্রুপ এনার্জি এসভিপি হার্ভেসুকেট, এমটিএম’র চিফ প্রকিউরমেন্ট অফিসার ডার্ককার্ল, টেলিনরের গ্লোবাল অপারেশনের এসভিপি তানভীর মোহাম্মদ এবং হুয়াওয়ে ওয়্যারলেস প্রোডাক্ট লাইনের ভাইস প্রেসিডেন্ট অ্যারন জিয়াং। বেটার ওয়ার্ল্ড সামিটে (বিডব্লিউএস) ‘গ্রিন আইসিটি ফর গ্রিন ডেভেলপমেন্ট’ শীর্ষক উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেস গ্রুপের চিফ মার্কেটিং অফিসার বব কাই।
×