ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল

প্রকাশিত: ২১:৪২, ২২ অক্টোবর ২০২১

ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১১২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৭৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৬২৪ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৮ জন ডেঙ্গু রোগী।
×