ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীফুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২০:০০, ২১ অক্টোবর ২০২১

শরীফুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ যশোরের বাঘারপাড়া থানা এলাকার শরীফুল ইসলাম হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জিয়াউর রহমান জিয়া (পলাতক), আব্দুল্লাহ (পলাতক), ইকবাল (পলাতক), আলম, কামাল ও নাঈম। এদের মধ্যে পলাতক আসামি জিয়াকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদ- এবং বাকি আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। এ মামলার অপর ৬ আসামিকে খালাস দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৯ জুন পুর্ব শত্রুতার জের ধরে যশোরের বাঘারপাড়া উপজেলার অন্তয়খোলা গ্রামের মোঃ শহর আলীর ছেলে শরীফুল ইসলামের ওপরে হামলা চালায় আসামিরা। চিকিৎসাধীন অস্থায় হাসপাতালে শরীফুল মারা যান। এ ঘটনায় শরীফুলের চাচাতো ভাই শাহ আলম বাদি হয়ে বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৬ সেপ্টেম্বর ১২জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট মোঃ আহাদুজ্জামান।
×