ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মানববন্ধন ॥ দৃষ্টান্ত মুলক শাস্তি চান পূজা উদযাপন পরিষদের নেতারা

প্রকাশিত: ১৭:২০, ২১ অক্টোবর ২০২১

নীলফামারীতে মানববন্ধন ॥ দৃষ্টান্ত মুলক শাস্তি চান পূজা উদযাপন পরিষদের নেতারা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে কর্মসুচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা কমিটি। পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায়। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি প্রমুখ। বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ এবং শারদীয় দুর্গোৎসবে প্রতিমা ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষ্ময় কুমার রায় বলেন, আমরা দৃষ্টান্ত দেখতে চাই। একটার পর একটা ঘটেই চলেছে। হামলা, ভাংচুর, অগ্নিসংযোগকারীদের মদদদাতাদেরও আমরা খোলস উন্মোচন চাই। তানাহলে এ রকম ঘটনা সাম্প্রদায়িক ঘটনা চলতেই থাকবে।
×