ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্ছেদ বন্ধের দাবিতে গঙ্গামতির ২২ জেলে পরিবারের মানববন্ধন

প্রকাশিত: ১৪:৩৬, ২১ অক্টোবর ২০২১

উচ্ছেদ বন্ধের দাবিতে গঙ্গামতির ২২ জেলে পরিবারের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ উপজেলার গঙ্গামতি সাগরপারের বেলাভূমে বসবাস করা ২২ জেলে পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুরে বনবিভাগের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে। গঙ্গামতির চরে এ মানববন্ধন করা হয়েছে। দরিদ্র জেলেদের দাবি তাঁরা বাব- দাদার আমল থেকে খড়কুটোর ছাউনি দিয়ে অনেক কষ্টে বসবাস বনের পাশেই করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর সকালে বনবিভাগ গঙ্গামতির বিট অফিসার মোশাররফ হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ অতর্কিত হামলা চালায়। মারধর করা হয়। চালচুলা পর্যন্ত ভাংচুর করা হয়। হুমকি দেয়া হয়েছে বাসাবাড়ি ছেড়ে না গেলে আগুনে পুড়ে ফেলার। বর্তমানে এসব পরিবারের সদস্যরা আছেন চরম আতঙ্কে। এমনকি মহিপুর থানায় তাদের ২২ পরিবারের ৪০ সদস্যের নামে মামলা দেয়া হয়েছে। জেলে পরিবারের সদস্যদের দাবি আগে তাদের পুনর্বাসন করা হোক। তারা বনবিভাগের এমন হয়রানি বন্ধের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলে মোঃ সালাম মুসল্লী, ফারুক মুসল্লী, শহিদুল ইসলাম, শাহবুদ্দিন প্রমুখ। বর্তমানে এ ২২ পরিবারের প্রায় এক শ’ সদস্য চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বনবিভাগের গঙ্গামতির বিট অফিসার মোঃ মোশাররফ হোসেন জানান, বনের জায়গায় অবৈধ স্থাপনা তুলছিল যা উচ্ছেদ করা হয়েছে। ভাংচুর, হামলার ঘটনা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।
×