ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মমেকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ১৪:১৩, ২১ অক্টোবর ২০২১

মমেকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন ময়মনসিংহের ও একজন কিশোরগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুর উপজেলার রওশন আরা (৪৩), রাজু (১৬), ভালুকার নূরজাহান (৭৬) ও কিশোরগঞ্জের সুলতান উদ্দিন (৭৮)। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩৬ জন।
×