ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্প্রীতির বাংলাদেশে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

প্রকাশিত: ১৪:০৮, ২১ অক্টোবর ২০২১

সম্প্রীতির বাংলাদেশে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ॥ সম্প্রীতির বাংলাদেশে বিভিন্ন স্থানে পূজামন্ডপ, বাড়িঘরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে আজ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ‘‘ সম্প্রীতির মঞ্চের’’ ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় প্রতিবাদী সঙ্গীতও পরিবেশন করা হয়। এতে বিভিন্ন ধর্মের মানুষসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি মানুষরা যোগ দেন। বক্তারা বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, দোকান ও বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।” ঘন্টা ব্যাপী মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. সৌমেন্দ লাল চন্দ শৈলেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বরণ দাস, চেম্বারের সহ সভাপতি ফরহাদ জামান বাদল, অতুল চন্দ্র দাস, প্রগতি লেখক সঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ প্রমুখ।
×