ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:১০, ২১ অক্টোবর ২০২১

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরা পুর গ্রামের কাওছার আলীর স্ত্রী। গতকাল বুধবার (২০) অক্টোবর সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়। তবে ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্ববধায়ক নিশ্চিত করেছেন। মৃত নারী হাসি খাতুনের খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে হাসি খাতুনের জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ শহরের রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তারের পরামর্শ অনুযায়ি বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, স্থানীয় ভাবে আক্রান্ত ওই নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২জন। তারাও স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে।
×