ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ আরসা ক্যাডার আটক

প্রকাশিত: ১২:০৩, ২১ অক্টোবর ২০২১

টেকনাফে অস্ত্রসহ আরসা ক্যাডার আটক

সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে একরাম হাসান ওরফে মাস্টার একরাম নামে এক আরসা ক্যাডারকে আটক করেছে আর্মড পুলিশ। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে চাকমারকুল ২১নং রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করা হয়। জানা যায়, চাকমারকুল বি/৭ এর কাশেমের ৪০১নং কক্ষ এবং রশিদের ৪২১নং কক্ষের সামনে ৮/১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে জানতে পেরে ১৬ এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসানকে দেশীয় তৈরি একটি এলজি সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক একরাম হাসান চাকমারকুল ২১ নং রোহিঙ্গা শিবিরের ব্লক-এ/২ এর মৃত মোঃ ইউসুফের পুত্র। একরাম জিজ্ঞাসাবাদে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (আরসা) গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প লিডার বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়া তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
×