ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

প্রকাশিত: ১৯:২৯, ২০ অক্টোবর ২০২১

হবিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবদান সবচেয়ে বেশি। মহানবীর আদর্শ অনুস্বরণ করলে সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা পাবে। তাই ইসলাম ধর্মের অনুসারী প্রতিটি মানুষের উচিত মহানবীর দেখানো পথে চলা। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন। সভায় সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে টেনে সংসদ সদস্য আবু জাহির বলেন- ইসলাম শান্তি, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধর্ম। এ ধর্মে উগ্রবাদের স্থান নেই। অন্য ধর্মের মানুষকে সুরক্ষা নিশ্চিতের শিক্ষা দেয় ইসলাম। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। এ পরিস্থিতিগুলোতে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে। দেশ ও জাতির স্বার্থে সরকারের সকল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এবার আমরা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) এর সভায় আসলাম। আগামীতে এই অনুষ্ঠান আরও বড় পরিসরে, আরও সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। সভায় সভাপতিত্ব করেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ পিরিজপুরী প্রমুখ।
×