ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পারিবারিক বিরোধের জের ধরে খুন ১, আহত ৪

প্রকাশিত: ১৯:০৫, ২০ অক্টোবর ২০২১

বাঁশখালীতে পারিবারিক বিরোধের জের ধরে খুন ১, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর সদরের দক্ষিন জলদী মনছুরিয়া বাজার এলাকায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে সংঘটিত ঘটনায় মোঃ আব্দুল খালেক (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। স্থানীয় মনজুর আলম ও বাহাদুর গ্রুফের লোকজনের সাথে এ সংর্ঘষের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। এদিকে গুরুতর আহত ৪ জনকে আশংকা জনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের দক্ষিন জলদী রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার সংলগ্ন এলাকার কাছিম আলীর পুত্র মনজুর আলম ও বাহাদুর আলম সাথে একই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র কামাল উদ্দীন ও নিহত আব্দুল খালেকের দীর্ঘদিন যাবৎ পারিবারিক জায়গা-জমির সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রলমশ সংর্ঘষের ঘটনা বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল খালেক নামে এক যুবক মাঠিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে আরোওঅন্তত ৪ জন হামলার শিকার হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় নাথ চমেক হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে ঘটনাস্থলের আশপাশের এলাকায় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন, পৌরসভা সদরের রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার সংলগ্ন এলাকায় দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাটানো হয়েছে আব্দুল খালেক নামে এক যুবকের মৃত্যুর পর ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার আনেয়ারা (সার্কেল) হুমায়ন কবির এবং আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে।
×