ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ১৮:৫০, ২০ অক্টোবর ২০২১

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেরার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদর্ সহ ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের এক সশস্র সদস্যকে আটক করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা যায়, ২০ অক্টোবর (বুধবার) উপজেলার বাবুছড়া এলাকার নতুন বাজারের একটি দোকানে সেনাবাহিনী এক অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের সক্রিয় সদস্য স্বর্ণ লংকার চাকমা (৪৫)ওরফে রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড এ্যানিমেশন, নগদ ৩৮ হাজার ৫শত ২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। দীঘিনালা থানার অফিসার ইনর্চাজ একেএম পেয়ার আহন্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি এলাকায় একজন চিন্হিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে ব্যাপক পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ চাঁদার জন্য এলাকার মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছিলো। আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে জব্দকৃত আলামতসহ দীঘিনালা থানায় সোপর্দ করা হয়েছে।নিরাপত্তাবাহী জানায় ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে৷
×