ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সান্তাহারে একটি ডিগ্রী কলেজে সরকারি একাধিক দিবস পালন না অভিযোগ

প্রকাশিত: ১৮:৩৯, ২০ অক্টোবর ২০২১

সান্তাহারে একটি ডিগ্রী কলেজে সরকারি একাধিক দিবস পালন না অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু সরকারি দিবস পালন করেন না এমন অভিযোগ মিলেছে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এটি সান্তাহার পৌর শহরের রথবাড়িতে অবস্থিত। এই কলেজের অর্ধশত শিক্ষক-কর্মচারির মধ্যে অন্তত ৮০ ভাগ বিএনপি-জামায়াত এর কর্মী-সমর্থক। প্রথমবারের মত এবার ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করার সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। জানা গেছে, উপজেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ ভাবে দিবসটি পালন করলেও ওই কলেজ কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে কোন কর্মসুচি পালন করেনি। এঘটনায় ক্ষুব্দ হয়ে উঠেন ওই কলেজের সহকারী অধ্যাপক আ,ব,ম রবিউল ইসলাম রবীন। তিনি প্রতিবাদ স্বরুপ একাই প্রতিকি শেখ রাসেল দিবস পালন করেছেন। কলেজের শিক্ষক ও কর্মচারীরা বলেন, শেখ রাসেল দিবস পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কোন রকম কর্মসূচি গ্রহন করা সংক্রান্ত কোন নোটিশ বা মোবাইলে ম্যাসেজ তারা পায়নি। তারা আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে স্মারক বৃক্ষ রোপন কর্মসুচি থাকলেও এই কলেজে সে কর্মসুচিও পালন করা হয়নি। সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রবীন বলেন, দুর্গাপুজা উপলক্ষে ছুটি থাকায় শেখ রাসেল দিবস পালন সংক্রান্ত মোবাইল ম্যাসেজ পাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু কোন ম্যাসেজ পাইনি। এদিন সকাল ১০টা পর্যন্ত অপেক্ষায় থাকার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, কলেজের অফিস সহকারির কাছে মোবাইলে শেখ রাসেল দিবসের কর্মসূচি বিষয়ে জানার চেষ্টা করে ব্যর্থ হই। শেষ পর্যন্ত শেখ রাসেল দিবস পালন সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপণ নিয়ে কলেজে যাই। কলেজে গিয়ে কর্মচারী ছাড়া অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি বা সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি। নোটিশ বোর্ডেও ওই দিবসের কোন কর্মসূচি সংক্রান্ত নোটিশ দেখতে পাইনি। এর প্রতিবাদ স্বরুপ প্রতিকি হিসেবে শেখ রাসেলের ছবি নিয়ে অবস্থান ধর্মঘট পালন ও শেখ রাসেলের জন্য দোয়া করি। এঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ফলে ব্যাপক সমালোচানার সম্মুখীন হয়েছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় গণমাধ্যম কর্মীদের বলেন, সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে শেখ রাসেল দিবস ছাড়াও আগের সরকারি দিবসগুলোর কোন কর্মসূচি পালন করা না করার বিষয়টি জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
×