ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে অতিবৃষ্টিতে ৩ হাজার পরিবার পানিবন্দি

প্রকাশিত: ১৬:০০, ২০ অক্টোবর ২০২১

বাগেরহাটে অতিবৃষ্টিতে ৩ হাজার পরিবার পানিবন্দি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ টানা দুদিনের ভারি বর্ষন এবং অতি জোয়ারে বাগেরহাট জেলার নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে পানি উঠে ভিজিডি চাল ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেজা চাল নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। মোংলা, মোড়েলগঞ্জ, কচুয়া, রামপাল, ফকিরহাট, শরণখোলা ও সদর উপজেলার অসংখ্য পুকুর ও মৎস্য ঘের ডুবে গেছে। সবজি ক্ষেত, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্টান প্লাবিত হয়ে আছে। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রায়েন্দা শহরের ফলপট্টি, কাচা বাজার, পূর্ব মাথা, টিএন্ডটি, সরকারি খাদ্য গুদাম এলাকা, শহরতলীর উত্তর কদমতলা, জিলবুনিয়া এবং সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, উত্তর সাইথখালী, দক্ষিণ সাউথখালী, বকুলতলা এলাকার কয়েক শত পরিবারের ঘরবাড়ি তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার বহু মাছের ঘের, পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। অনেক স্থানে প্রবাহমান খাল ও স্লুইজ গেট আটকে রাখায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে, কার্তিকের শুরুর এই বৃষ্টি রোপা আমনের জন্য অনেকটা আশির্বাদ স্বরুপ। কারণ উপজেলা কিছু কিছু এলাকায় আমনের ক্ষেতে মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছেলি। বৃষ্টির ফলে প্রকৃতিকভাবেই পোকা দমন হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। বুধবার রায়েন্দা ইউনিয়ন পরিষদের সচিব কে এম মিজানুর রহমান জানান, ৬০০বস্তা ভিজিডি চাল রয়েছে গুদামে। এর মধ্যে নিচ থেকে বেশ কিছু চালের বস্তা সম্পূর্ণ ভিজে গেছে। সকাল থেকে শুকনা চাল বিতরণ করা হচ্ছে। ভেজা চাল থেকে পঁচা গন্ধ ছড়াচ্ছে। উপকারভোগীরা এই চাল নিতে চাচ্ছে না। তবে ভেজা চালের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, অতিবৃষ্টিতে এ উপজেলার ৫৪০টি মাছের ঘের, পুকুর ডুবে ১৩ মেট্রিক টন নানা প্রজাতির মাছ ভেসে গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, অতিবৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের ফলে নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে। পনি অপসারণের জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারদের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা করা হচ্ছে।
×