ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘তামাকবিরোধী প্রচার আরও জোরদার করতে হবে’

প্রকাশিত: ০১:২১, ২০ অক্টোবর ২০২১

‘তামাকবিরোধী প্রচার আরও জোরদার করতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ হোটেল-রেস্তরাঁয় ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্তকরণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রেও দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং আহসানিয়া মিশনের যৌথ আয়োজনে ‘রেস্তরাঁয় ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্তকরণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ্এতে প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, ধূমপান প্রতিরোধে তামাকবিরোধী প্রচার আরও জোরদার করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা তৈরির কোন বিকল্প নেই। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
×