ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য সম্প্রীতি স্থাপনকারীদের পাশে থাকবে

প্রকাশিত: ০১:০৫, ২০ অক্টোবর ২০২১

যুক্তরাজ্য সম্প্রীতি স্থাপনকারীদের পাশে থাকবে

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশে ও বিশ্বজুড়ে যারা ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করেন যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে। মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। টুইটে হাইকমিশনার লিখেছেন, দুর্গাপূজা উদযাপনের সময় সাম্প্রতিক সহিংসতার শিকার মানুষের প্রতি আমার সমবেদনা। বাংলাদেশে ও বিশ্বজুড়ে যারা ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে। এর আগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও। যুক্তরাষ্ট্র জানায়, কোন ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন তা নিশ্চিতকরণে সবাইকে কাজ করতে হবে।
×