ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ ক্রীড়া তারকার বিশ্বকাপ ভাবনা

প্রকাশিত: ০০:৩০, ২০ অক্টোবর ২০২১

৫ ক্রীড়া তারকার বিশ্বকাপ ভাবনা

লতা মণ্ডল (ক্রিকেটার) ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অপরিহার্য খেলোয়াড় ও তারকা অলরাউন্ডার লতা মণ্ডল। জনকণ্ঠকে তিনি বলেন, ‘দেখুন, খেলায় জয়-পরাজয় থাকবেই। আর খেলাটা যদি হয় টি২০ ক্রিকেট, তাহলে তো প্রেডিকশন করাটা তো আরও মুশকিল। অনেক অঘটনই ঘটে। স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের হারটা যেমন। সবার মতো আমিও ধরেই নিয়েছিলাম এই ম্যাচে বাংলাদেশ জিততে যাচ্ছে অনায়াসেই। কিন্তু সেটা তো আর হলো না। আমি মনে করি বাংলাদেশ দল বেশি চাপ নিয়ে ফেলেছিল। সেটারই প্রভাব পড়ে তাদের খেলায়। একদম শেষ ওভারে জয়ের কাছাকাছি গিয়েও তাদের হারে অন্যদের মতো যে কষ্ট পাইনি, তা বলবো না।’ ১৯৯৫ সালের ১৬ জানুয়ারিতে পৃথিবীতে আসা লতা আরও বলেন, ‘২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পুরো ক্রিকেট দুনিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু ম্যাচটি। খুব আগ্রহ নিয়েই ম্যাচটি দেখার চেষ্টা করব। আমার কাছে যেহেতু ভারতের খেলা ভাল লাগে, সেহেতু এই ম্যাচে জয়ের ব্যাপারে তাদেরই এগিয়ে রাখতে চাই।’ ডালিয়া আক্তার (হ্যান্ডবলার) ॥ মেক্সিকোর বিখ্যাত শীতকালীন ফুলের নামে যার নাম, তিনি ডালিয়া আক্তার। এ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেললেও থিতু হয়েছেন হ্যান্ডবলেই। ডালিয়া বলেন, ‘প্রথম ম্যাচে বাংলাদেশের হারটা অবশ্যই হতাশার। বাস্তবতা হচ্ছে-অনেকদিন ধরে ক্রিকেট খেললেও টি২০ ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে অন্যদের তুলনায়। এটা স্বীকার করতেই হবে। কিন্তু ২০২১ সালে এসেও আমরা পিছিয়ে থাকবো, এটা কিছুতেই মানতে পারছি না!’ ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও কেন যে সাকিব আল হাসান ওই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি, সেটা আজও ডালিয়ার বোধগম্য নয়, ‘আমি চাইবো, সেবারের অপূর্ণতা সাকিব এবারের আসরে ঘুঁচিয়ে দেবেন। তবে কোন কারণে যদি সাকিব ব্যর্থ হন, তাহলে চাইবো এই পুরস্কারটা যেন উপমহাদেশের অন্য কোন ক্রিকেটার লাভ করেন।’ বিপ্লব ভট্টাচার্য (সাবেক ফুটবলার ও কোচ) ॥ গোলরক্ষক কোচ, সেই বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘প্রথম ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার টয়েলভে যাবার পথে অনেকটাই এগিয়ে যেতে পারতো। টস জিতে বাংলাদেশ দলের আগে ব্যাটিং করা উচিত ছিল। আমাদের বোলাররা যথেষ্ট ভাল। কিন্তু ব্যাটাররা কেউই দায়িত্ব নিয়ে খেলেননি। তাই এত অল্প রানও তারা চেজ করতে পারেননি।’ বিপ্লবের মতে, ‘ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানই এগিয়ে থাকবে। পাকিস্তানকে সমর্থন করার কারণ ওয়াসিম আকরাম। তার খেলা আমার ভীষণ ভাল লাগতো। সেই থেকেই পাকিস্তানের প্রতি আমার বেজায় দুর্বলতা।’ বিপ্লবের দৃষ্টিতে এই বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ... এই তিন ক্রিকেটার এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দাবিদার বলে মনে করেন তিনি। দিয়া সিদ্দিকী (তীরন্দাজ) ॥ প্রথম ম্যাচে লাল-সবুজ বাহিনীর হার নিয়ে তার অভিমত, এই ফরম্যাটে মনে হয় স্কটল্যান্ড নতুন দল। সেই হিসেবে তারা অনেক ভাল খেলেছে। যদিও তাদের বিরুদ্ধে বাংলাদেশ অনায়াসেই জিতবে- এমনটাই ধারণা ছিল। সেই ধারণা ধূলিসাৎ হওয়ায় আশাভঙ্গ হয়েছে। তখন মনে হয়েছে, বাংলাদেশ তো স্কটল্যান্ডের চেয়ে অনেক ভালো দল। কিন্তু এটা কি হলো! ‘ভারত-পাকিস্তান দু’দলই শক্তিশালী দল। দু’দলের জয়ের সম্ভাবনাই ফিফটি-ফিফটি। যদি ম্যাচটি টাই হয়ে যায়, তাহলে কিন্তু মোটেও অবাক হব না। মামুনুর রহমান চয়ন (হকি খেলোয়াড়) ॥ মামুনুর রহমান চয়ন বলেন, ‘বাংলাদেশ দল হেরেছে। তবে আমি হাল ছাড়তে রাজি নই। জয়ের কাছকাছি গিয়ে এভাবে হারায় কষ্ট লেগেছে ঠিকই। কিন্তু একজন পেশাদার খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে দেখলে বলবো এমনটা হতেই পারে। যেমনই ফল করুক, সবসময়ই প্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন ও শুভকামনা থাকবে।’ হকি খেলার সুবাদে ১৫ দেশ সফর করা চয়ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, ‘ভারতকেই এই ম্যাচে এগিয়ে রাখবো। গত দশ বছরের লড়াইয়ের পরিসংখ্যানে তারা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। এর কারণ আইপিএল খেলে নিয়মিত। রাজনৈতিক কারণে পাকিস্তানের ক্রিকেটাররা এই টুর্নামেন্টটিতে খেলতে পারছে না অনেক বছর ধরে। ফলে আইপিএল-অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় তারা কিছুটা হলেও এই ম্যাচে আন্ডারডগ, আর ভারতই ফেভারিট থাকবে।’ জার্মান, অস্ট্রিয়া ও মালয়েশিয়া লীগে খেলা চয়নের মতে কোহলি ও গেইলের মধ্যে একজন এই আসরের সেরা খেলোয়াড় হবেন, ‘অনেকেই বলবেন, গেইলের তো ফর্ম ভাল না। আমি বলবো, গেইল এমন এক খেলোয়াড়, যিনি বড় মঞ্চেই ঝলসে ওঠেন সবসময়।’
×