ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

জিতেছে ঢাকা, জয়ের পথে চট্টগ্রাম

প্রকাশিত: ০০:১৫, ২০ অক্টোবর ২০২১

জিতেছে ঢাকা, জয়ের পথে চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে প্রথম স্তরের দল ঢাকা বিভাগ। সিলেট একাডেমি মাঠে তৃতীয় দিন তারা ৭ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিক সিলেট বিভাগকে। এই স্তরের অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ড্রয়ের পথে আছে খুলনা-রংপুরের ম্যাচ। তৃতীয় দিন শেষে খুলনার চেয়ে ৩৯ রানে এগিয়ে আছে রংপুর। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান তুলেছে তারা। জয়-পরাজয় হতে এই ম্যাচে আজ শেষদিন হতে হবে দুই ইনিংস। দ্বিতীয় স্তরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম জয়ের পথেই রয়েছে। রাজশাহীর বিপক্ষে ৭৭ রানের জয়ের লক্ষ্যে তারা তৃতীয় দিনশেষে তুলেছে ২ উইকেটে ১৫ রান। আজ শেষদিন চট্টলাদের দরকার মাত্র ৬২ রান। আর কক্সবাজার একাডেমি মাঠে এই স্তরে ঢাকা মেট্রো ও বরিশালের বিপক্ষে অপর ম্যাচটি ড্রয়ের পথে রয়েছে। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে মেট্রো। প্রথম স্তর- ঢাকার জয় ॥ সিলেট একাডেমিতে আগের দিনই নিশ্চিত বোঝা যাচ্ছিল হারতে চলেছে সিলেট। কারণ দ্বিতীয় ইনিংসে তারা ১৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর মাত্র ৬৬ রানের টার্গেট দাঁড়ায় ঢাকার সামনে। ৩ উইকেট হারালেও তৃতীয় দিনই ৪৮ রান তুলে ফেলে তারা। তৃতীয় দিন জয় নিশ্চিত করতে আর মাত্র ১৭ বল মোকাবেলা করেছে তারা। ৩ উইকেটে ৬৬ রান করে ৭ উইকেটের বড় জয় পায় ঢাকা। অপর ম্যাচে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪২ রান তুলে খুলনার চেয়ে ৩৯ রানে এগিয়ে গেছে রংপুর। এর আগে খুলনার প্রথম ইনিংস ২৬০ রানে গুটিয়ে যায়। এনামুল হক বিজয় ১৬৪ বলে ৫ চার, ৩ ছক্কায় ৮৪ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৩ রান করেন। সোহরাওয়ার্দী শুভ ৮৭ রানে ৬ ও মুকিদুল ইসলাম মুগ্ধ ৪৫ রানে ৩ উইকেট তুলে নেন।
×