ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, আজ রাতে মাঠে নামছে বেয়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসি

প্রথম জয়ের খোঁজে বার্সিলোনা

প্রকাশিত: ০০:১৪, ২০ অক্টোবর ২০২১

প্রথম জয়ের খোঁজে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা খুব একটা ভাল যাচ্ছে না বার্সিলোনার। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে যাচ্ছেতাই অবস্থা। নতুন মৌসুমে (২০২১-২২) নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে কাতালানরা। বেয়ার্ন মিউনিখ ও বেনফিকা দুদলের কাছেই হেরেছে ৩-০ গোলে। অর্থাৎ দুই ম্যাচেই হজম করেছে হাফডজন গোল। সেই তিক্ত স্মৃতি সঙ্গী করে ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে স্প্যানিশ পরাশক্তিরা। আজ রাতে ‘ই’ গ্রæপের ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিরুদ্ধে খেলবে স্বাগতিক বার্সিলোনা। ম্যাচটি হবে বার্সার মাঠ ন্যুক্যাম্পে। গ্রæপের আরেক ম্যাচে লিসবনে স্বাগতিক পর্তুগালের ক্লাব বেনফিকার বিরুদ্ধে লড়বে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। গ্রæপে বেয়ার্ন দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেনফিকা। ১ পয়েন্ট নিয়ে কিয়েভ আছে তিনে। এখন পর্যন্ত কোন পয়েন্ট না পাওয়া বার্সা আছে সবার তলানীতে। যে কারণে কিয়েভের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্সার। এই ম্যাচে পা হড়কালে নকআউট রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে কাতালানদের। যে কারণে বার্সা কোচ রোনাল্ড কোম্যান ম্যাচটিকে নিয়েছেন বাঁচা মরার লড়াই হিসেবে। হতাশার মাঝে লা লীগায় নিজেদের সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সা। এটা পুঁজি করেই চ্যাম্পিয়ন্স লীগে প্রথম জয় চায় বার্সা। দলটির ডাচ কোচ রোনাল্ড কোম্যান বলেন, আমাদের শুরুটা খুব বাজে হয়েছে। এই ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ। ছেলেরা মুখিয়ে আছে জয় পাওয়ার জন্য। আশা করছি ন্যুক্যাম্পে সেটা হবে। মাঠে ও মাঠের বাইরে সাম্প্রতিক সময়টা ভাল কাটছে না বার্সিলোনার। যে কারণে চাপ পড়েছে কোচ রোনাল্ড কোম্যানের ওপর। লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের চলে যাওয়া এবং চোটের কারণে মৌসুমের শুরু থেকে খর্বশক্তির দল নিয়ে মাঠে নামতে হচ্ছে তাদের। এর বাজে প্রভাবও পড়েছে বার্সার খেলায়। আন্তর্জাতিক বিরতির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জয় পায় তারা। এর মধ্যে চারটিতে প্রতিপক্ষের জালে একটি গোলও করতে পারেনি। তাই তো নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় অতিবাহিত করছে বার্সা। আগের ম্যাচে লিসবনে বিধ্বস্ত হয়েছিলেন পিকে, আলবারা। এই লিসবনে ২০১৯-২০ মৌসুমে (১৪ আগস্ট ২০২০) করোনার কারণে এক লেগের কোয়ার্টার ফাইনালে বেয়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সিলোনা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হেরেছে দলটি। কাতালানরা প্রথম এই তেঁতো স্বাদ পেয়েছিল ১৯৭২-৭৩ মৌসুমে। ‘এফ’ গ্রæপের ম্যাচে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে রেড ডেভিলসদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা।
×