ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের আরও একটি জয়

প্রকাশিত: ০০:১৪, ২০ অক্টোবর ২০২১

স্কটল্যান্ডের আরও একটি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশকে হারিয়ে টি২০ বিশ্বকাপ মিশন শুরু করা স্কটল্যান্ড আরও একটি জয় তুলে নিল। এবার পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ১৭ রানে হারাল কাইল কোয়েটজারের দল। মাসকাটে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে স্কটিশরা। জবাবে ৩ বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয় আসাদ ভালার পিএনজি। ৬ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিজ্ঞ টপঅর্ডার ব্যাটার রিচি বেরিংটন। দারুণ এ জয়ে রাউন্ড ওয়ানের ‘বি’ গ্রæপ থেকে সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখল স্কটিশরা। বৃহস্পতিবার গ্রæপে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ সহ-আয়োজক ওমান। অন্যদিকে ওমান এবং স্কটটল্যান্ডের কাছে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেল পিএনজির। একই দিনে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। বড় রান তাড়া করতে নেমে পিএনজি এদিন অবশ্য হারার আগেই হেরে যায়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়া সত্তে¡ও ক্রিজে যারা ছিলেন তারা লড়াই করে গেছেন। অধিনায়ক আসাদ ভালা ১১ বলে ১৮, টপ অর্ডারে সিসি বাউ ২৩ বলে ২৪ এবং মিডল অর্ডারে নরম্যান ভানুয়া ২ চার ও সমান ছক্কায় ৩৭ বলে ৪৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন। শেষ দিকে কিপলিন দরিগা ১৮ ও চাদ সপার ১৬ রান করেন। দুর্দান্ত বোলিং করা জস ডেভি ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিং নেয়া স্কটল্যান্ডের শুরুটা ভাল ছিল না। ২৬ রানেই দুই ওপেনার আর জর্জ মুনসিকে হারায় তারা। রিচি বেরিংটন ও ম্যাথিউ ক্রসের প্রতিরোধের শুরু সেখানেই। দুজনে মিলে ১০.৫ ওভারে দলের স্কোরবোর্ডে যোগ করেন ৯২ রান। ৪৫ রান করা ক্রসের ভুল শটে ভাঙে এই জুটি। সঙ্গী না পারলেও ফিফটি ঠিকই তুলে নেন বেরিংটন। ফিফটি তো তুলেছেনই, এরপর ১৯ ওভার পর্যন্ত দলকে টেনেছেনও তিনিই। শেষমেশ তার ইনিংস শেষ হয় ৭০ রানে। ১৮.৪ ওভারে বেরিংটনের বিদায়ের পরই যেন তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে স্কটিশদের ইনিংস। ১২ বলে ৬ উইকেট হারায় তারা ১৫ রানের বিনিময়ে, শেষ ওভারে হারায় ৪ উইকেট! যেখানে কাবুয়া মরিয়া নেন ৩ উইকেট, একটি রানআউট। স্কোর ॥ স্কটল্যান্ড ॥ ১৬৫/৯ (২০ ওভার; মুনসে ১৫, কোয়েটজার ৬, ক্রস ৪৫, বেরিংটন ৭০, ম্যাকলয়েড ১০, লিস্ক ৯, গ্রিভস ২, ওয়াট ০, ডেভি ০; কাবুয়া ৪/৩১, চাদ ৩/২৪) পিএনজি ॥ ১৪৮/১০ (১৯.৩ ওভার; উরা ২, সিকা ৯, আসাদ ভালা ১৮, সিসি বাউ ২৪, ভানুয়া ৪৭, ডোরিগা ১৮, চাদ ১৬, কাবুয়া ৬*; ডেভি ৪/১৮) ফল \ স্কটল্যান্ড ১৭ রানে জয়ী ম্যাচসেরা ॥ বেরিংটন (স্কটল্যান্ড)।
×