ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতারণার শিকার পাঁচ দিনমজুরের জামিন বহাল

প্রকাশিত: ০০:০৭, ২০ অক্টোবর ২০২১

প্রতারণার শিকার পাঁচ দিনমজুরের জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে সরকারের দেয়া প্রণোদনার টাকা পাওয়ার আশায় প্রতারণার শিকার ভুক্তভোগী পাঁচ দিনমজুরকে হাইকোর্ট বিভাগের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার কোর্ট। এ সময় আদালত ওই দিনমজুরদের প্রসঙ্গে বলেন, এরা তো কিছুই জানে না, এরা তো ভিকটিম। আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ প্রদান করেছেন। এদিকে চট্টগ্রামের ড্রেনে পড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার এ নোটিসটি পাঠানো হয়। প্রতারণার শিকার ভুক্তভোগী পাঁচ দিনমজুরকে হাইকোর্ট বিভাগের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার কোর্ট। জামিন আবেদনের শুনানি নিয়ে গত ৬ অক্টোবর হাইকোর্ট বিভাগ তাদের জামিন দেয়। সে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আবেদনে মঙ্গলবার ‘নো অর্ডার’ দেন আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার কোর্ট। এর আগে ৬ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটার পাঁচ দিনমজুরকে এক বছরের জামিন প্রদান করে হাইকোর্ট বিভাগ। পাঁচ দিনমজুর হলেন- রণজিৎ কুমার, ফুলমণি রানী, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র ও সুবল চন্দ্র। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এই জামিন আবেদন করা হয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায়, সুবল চন্দ্র মোহন্ত।
×