ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজন

প্রকাশিত: ০০:০৬, ২০ অক্টোবর ২০২১

শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজন

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে ১৮ অক্টোবর বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচী পালন করেছে। এসব কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। খবর সূত্র প্রত্যেক প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তি। বিএসএমএমইউ ॥ শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ও শিশু ক্যান্সার সচেতনতা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি বøকের তৃতীয় তলায় শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগে ‘শেখ রাসেল চাইল্ডহুড ক্যান্সার সারভাইভর গ্যালারি’ এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ॥ শেখ রাসেল দিবস উপলক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক এতিম ও পথশিশুদের খাবার বিতরণসহ আলোচনা, দোয়া মাহফিল, সংবাদপত্রে বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র প্রকাশসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী প্রদান করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ॥ শেখ রাসেল দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউপি ॥ ১৮ অক্টোবর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়। জনতা ব্যাংক ॥ শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসসমূহে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়। সোনালী ব্যাংক ॥ সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেক কাটেন। বিএইচবিএফসি ॥ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন করে। পল্লী সঞ্চয় ব্যাংক ॥ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর বিকেল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপনের সূচনা করেন।
×