ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহবাগে কবি শিল্পী সাহিত্যিক ও সাংবাদিকদের সমাবেশ

প্রকাশিত: ০০:০৬, ২০ অক্টোবর ২০২১

শাহবাগে কবি শিল্পী সাহিত্যিক ও সাংবাদিকদের সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ একাত্তরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীস্টান সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতা-পরবর্তী গত পঞ্চাশ বছরে প্রতিটি সরকার সা¤প্রদাায়িক শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্লজ্জ প্রতিযোগিতায় যেতে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল গড়ার সুযোগ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সমাবেশে বক্তারা এ কথা বলেন। এসময় তারা দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের মুখোমুখি করা, ওয়াজ মাহফিলে সা¤প্রদায়িক ও নারীবিদ্বেষমূলক বক্তব্য বন্ধের উদ্যোগ নেয়াসহ আট দফা দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার এক পূজামণ্ডপে কোরান শরীফ অবমাননা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে যেভাবে পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করা হয়েছে, তা গভীর ষড়যন্ত্রমূলক।
×