ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুবলীগ চেয়ারম্যান পরশের ফোন নম্বর স্পুফ করা সেই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৯, ২০ অক্টোবর ২০২১

যুবলীগ চেয়ারম্যান পরশের ফোন নম্বর স্পুফ করা সেই প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ব্যক্তিগত ফোন নম্বর স্পুফ করেছে এক প্রতারক। সে দেশের বিভিন্ন স্থানের যুবলীগ নেতাদের কাছ থেকে চেয়ারম্যানের নামে টাকা নিয়েছে। সেই টাকা বিভিন্ন ব্যাংকের বুথ থেকে তুলেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবশেষে সেই প্রতারক ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ফিরোজ খন্দকার। সোমবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেয়া সাইবার ক্রাইমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রæব জ্যোতির্ময় গোপ জানান, স¤প্রতি যুবলীগ চেয়ারম্যানের নাম বলে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মীকে ফোন দেয়া হচ্ছিল। ফোনে কাউকে কাউকে ‘ফাঁসিয়ে দেয়া হবে’ বলে ভয় দেখানো হয়। এ সময় অনেকের কাছ থেকে চাঁদা চাওয়া হয়। কেউ কেউ এই ফিরোজকে চেয়ারম্যান ভেবেই নানা তদ্বিরের জন্য লাখ লাখ টাকা দিয়েছেন। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। এরপর দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়।
×