ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তিন মৎস্যজীবীসহ নিহত ৮

প্রকাশিত: ২৩:৩৩, ২০ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় তিন মৎস্যজীবীসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, নারী ও তিন মৎস্যজীবীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে গোপালগঞ্জে পিকআপভ্যান ও নসিমনের সংঘর্ষে তিন মৎস্যজীবী নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুজন এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী এবং বাগেরহাটের কচুয়ায় পিকআপভ্যান চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। এদিকে গোপালগঞ্জে পিকআপভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মৎস্যজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরসংলগ্ন পল্লী বিদ্যুত মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (২৫), আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০) এবং মোঃ আতিয়ার মোল্লার ছেলে মোঃ জোবায়ের মোল্লা (২৬)। নিহতরা টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নসিমনে করে নিজামকান্দির নিজগ্রামে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার মুহূর্তে গোপালগঞ্জগামী একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মঙ্গল মিত্র নিহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় লিমন ও জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাটোর ॥ নাটোরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে নাটোর সদও উপজেলার টোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহম্মদ তারেক (২৩) ও নিঙ্গল প্রামানিকের ছেলে রকিবুল ইসলাম (২৩)। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় সফিকুল ইসলাম জনি (৩৩) নামে স্থানীয় এক সাংবাদিক একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে এগারোটায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় ট্রাকের চাপায় তিনি আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত জনি ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। গাজীপুর ॥ গাজীপুরে বেড়াতে এসে মঙ্গলবার প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ থেকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ভাতিজার বাসায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম বকুল (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ায় পিকআপভ্যান চাপায় মহিদ ডাকুয়া (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় লিটু খান (৩০) এবং হাসান হাওলাদার (৩০) নামের ইজিবাইকের দুই যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মহিদ ডাকুয়া কচুয়া উপজেলার পালপাড়া গ্রামের এশারাত ডাকুয়ার ছেলে। আহতদের বাড়ি বাগেরহাট শহরের সোনাতলা এলাকায়।
×