ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পালপাড়ায় আগুন ও পটিয়ায় মন্দির ভাঙ্গার গুজবে আতঙ্ক ॥ রাত জেগে পাহারা

প্রকাশিত: ২৩:৩২, ২০ অক্টোবর ২০২১

পালপাড়ায় আগুন ও পটিয়ায় মন্দির ভাঙ্গার গুজবে আতঙ্ক ॥ রাত জেগে পাহারা

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ায় আদমদীঘি উপজেলার পালপাড়ায় কে বা কারা সোমবার গভীর রাতে দুটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে গোটা এলাকা এবং এর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় মন্দির ভাঙ্গার গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়লে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও র‌্যাবসহ স্থানীয় লোকজন রাতভর টহল দেন। খবর নিজস্ব সংবাদদাতার। বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নে সোমবার গভীর রাতে হিন্দু পল্লী রামপুরা গ্রামের পালপাড়ায় কে বা কারা হিন্দুদের দুটি খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে করে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে এ ঘটনা জানার পর রামপুরা গ্রামের পালপাড়া যান উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। দুপুরে বগুড়া জেলা পূজা উদযাপনের সভাপতি দিলিপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃতলাল সাহা, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, বগুড়া সদর কমিটির সাধারণ সম্পাদক আশিষ রায় রামপুরা গ্রামের হিন্দু পল্লী পালপাড়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পটিয়া, চট্টগ্রাম ॥ কুমিল্লার ঘটনার ইস্যু নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর, দক্ষিণ ভূর্ষি ও হাইদগাঁও ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা করার গুজব ছড়ানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার পর এই গুজব দ্রæত সর্বত্র ছড়িয়ে পড়লে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার লোকজন ছাড়াও এমন কি প্রশাসনের লোকজন পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। রাতে ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, আনসার ও র‌্যাব-৭ এর টিম এলাকায় এলাকায় টহল দেন। পটিয়ার কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
×