ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়িকে ৭দিন করে কারাদন্ড

প্রকাশিত: ২১:৩৯, ১৯ অক্টোবর ২০২১

শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়িকে ৭দিন করে কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় আটক ৬জনের প্রত্যেককে ৭দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট মোঃ মিনহাজুল ইসলাম জংশনের পার্কিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী আটক ৬জনের প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জুয়েল মিয়া (৩২), শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল মালেক (৩০), দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জাফর আলীর পুত্র মঈন উদ্দিন (২৫), একই গ্রামের রেনু মিয়ার পুত্র ফরিদ মিয়া (৩১), উত্তর নোয়াহাটি গ্রামের আবুল মান্নানের পুত্র ফারুক মিয়া (৪০) ও দাউদনগর গ্রামের রহমত উল্লাহর পুত্র আইয়ূব আলী (৪০)। এসআই স্বপনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
×