ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্মের নামে হানাহানি ও বিভেদ সৃষ্টি যেকোন মূল্যে প্রতিহত করবো : গাসিক মেয়র

প্রকাশিত: ২১:২২, ১৯ অক্টোবর ২০২১

ধর্মের নামে হানাহানি ও বিভেদ সৃষ্টি যেকোন মূল্যে প্রতিহত করবো : গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, এক শ্রেণির ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্রমূলকভাবে দেশের কয়েকটি স্থানে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে। এরা বিশৃংখলা করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। ইসলাম ভিন্ন ধর্মের উপর আঘাত-নির্যাতন বা নিন্দা করা সমর্থন করে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের নামে হানাহানি বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা যেকোন মূল্যে আমরা প্রতিহত করবো। গাসিক মেয়র মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার শুরুর পূর্বে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন ও অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
×