ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাত্তরের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করা হবে : মনোরঞ্জন শীল

প্রকাশিত: ২১:১৬, ১৯ অক্টোবর ২০২১

একাত্তরের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করা হবে : মনোরঞ্জন শীল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন দেখার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। এই বাংলাদেশ দেখার জন্য ৩০ লাখ শহীদ আত্মাহুতি দেয়নি। যুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করা হয়েছে। যে সমস্ত মৌলবাদী, ধর্মান্ধ এখনো ধর্মের দোহাই দিয়ে একাত্তরের মতো সমাজে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে, যারা এখনো ঘর-বাড়ি জ্বালাচ্ছে তাদেরকে আমরা একাত্তরের মতো প্রতিহত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়বো। ধর্ম যার যার-রাষ্ট্র সবার সাম্প্রদায়িক সন্ত্রাস; রুখে দাড়াও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুর হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
×