ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ অক্টোবর ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ওমানের মুখোমুখি আহত টাইগাররা। মঙ্গলবার (১৯ অক্টোবর) মাস্কটের আল-আমেরাত স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজরা। টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ এখন পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে, প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসটা তাই, এখন শুধুই বায়ুভর্তি বেলুন। জয়ই একমাত্র বিকল্প টাইগারদের সামনে। ওমানে বিপক্ষে মাঠে নামার আগে দলে পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকারের জায়গায় ফেরানো হয়েছে ওপেনার নাঈম শেখকে। বিপরীতে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে, আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নির্ভরতার প্রতীক স্বাগতিকদের জন্য। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্রকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে। স্বাগতিক দর্শকের সুবিধা তো সঙ্গে থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ আকাঙ্খাও। এগিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যাটার খাওয়ার আলীকে বসিয়ে বোলার ফায়াজ বাটকে একাদশে নিয়েছে ওমান। বাংলাদেশ একাদশ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ওমান একাদশ আকিব ইলিয়াস, যতিন্দর সিং, কাইসায়াপ প্রজাপতি, জিশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড, নাসিম খুশি, কালিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।
×