ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে টিসিবির খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি করায় ডিলারকে ৩ মাসের কারাদন্ড

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ অক্টোবর ২০২১

ঝালকাঠিতে টিসিবির খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি করায় ডিলারকে ৩ মাসের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশের(টিসিবি)খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। সোমবার মধ্য রাতে ঐ ডিলার সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির হোসেনকে আটক করে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান মোবাইল কোটে কারাদন্ড প্রদান করেন। কালোবাজারে মালামাল বিক্রির অপরাধে সিফাত এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিল করার সুপারিশ করবেন জেলা প্রশাসক। ঝালকাঠি জেলা প্রশাসন কার্যলয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন,পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় শহরের এক একটু খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়েছে। আটকের পর সরকারি পন্য কালোবাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহামেদ হাছান।
×