ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় পরোয়ানাভূক্ত আসামি চেয়ারম্যানের সহযোগি!

প্রকাশিত: ১৮:১২, ১৯ অক্টোবর ২০২১

পেকুয়ায় পরোয়ানাভূক্ত আসামি চেয়ারম্যানের সহযোগি!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া মগনামা ইউপির বিতর্কিত চেয়ারম্যান ও বিএনপি নেতা শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ও পেকুয়া থানার এএসআই শাহ আলমের পিছনে (লাল কালি চিহ্নিত) যুবকটির নাম মো: জিয়াবুল। সে মগনামা পশ্চিমকূলের নুরুল আফছারের পুত্র। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ওয়াসিমের অন্যতম ‘ডানহাত’ হিসেবে পরিচিত জিয়াবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গত ৪ বছর ধরে মগনামা ইউনিয়নের সংগঠিত সকল অপরাধ কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে চলেছে ওই দূর্ধর্ষ সন্ত্রাসী জিয়াবুল। স্থানীয়দের অভিযোগ মতে, মগনামার প্রভাব ও প্রতাপশালী বিতর্কিত ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের ‘বিশ্বস্থ সহযোগী’ হওয়ায় এলাকার কেউ সন্ত্রাসী জিয়াবুলের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে মুখ খোলে প্রতিবাদ করার সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। দুইটি ফৌজদারি মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও মগনামা ইউপি চেয়ারম্যানের আশ্রয়ে-প্রশ্রয়ে অবস্থান করে সন্ত্রাসী জিয়াবুল মগনামা ইউনিয়নের আনাচে-কানাচে বেশ দাপটেই দাপিয়ে বেড়াচ্ছে! মগনামা সাব মেরিন নৌ ঘাঁটির বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্টান থেকে জ্বালানী তেলসহ বিভিন্ন উপকরণ চুরির সঙ্গেও জড়িত রয়েছে জিয়াবুল। সূত্রে জানা গেছে, সোমবার মগনামা কোদাইল্লা দিয়া গ্রামের সমাজ কমিটির নির্বাচন চলাকালে খোদ পেকুয়া থানার এএসআই শাহ আলম ও ইউপি চেয়ারম্যান ওয়াসিমের পিছনে দাঁড়ানো অবস্থায় ওই পলাতক আসামি জিয়াবুলকে দেখা গেছে। কোদাইল্লা দিয়া সমাজ কমিটির নির্বাচন চলাকালে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সঙ্গে ঘুরাফেরা করায় এসময় পুলিশ জিয়াবুলকে গ্রেফতার করেনি বলে একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, মগনামা ইউপি চেয়ারম্যানের সহযোগী ও বহু অপরাধ কর্মকান্ডের হোতা জিয়াবুলের বিরুদ্ধে মগনামার সাবেক চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে পেকুয়া থানায় দায়েরকৃত জিআর মামলা নং ৭/১৮ ও ইউনুচ চৌধুরীর বাড়িতে লুটপাট অগ্নিসংযোগের অভিযোগে পেকুয়া থানায় দায়েরকৃত জিআর ৯/১৮ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই দুইটি মামলার বাদি ইউনুচ চৌধুরীর ছোট ভাই সরওয়ার চৌধুরী। মামলার বাদী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়া থানায় এই দুই মামলায় মগনামার দূর্র্ধর্ষ সন্ত্রাসী জিয়াবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও রহস্যজনক কারনে গ্রেফতার করছেনা পুলিশ। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, কোন অপরাধীর সঙ্গে পুলিশের সখ্যতা নাই। মগনামার জিয়াবুলের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।
×