ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারীভাবে কর্মহীন নারীদের জর্ডানের পোশাক কারখানায় কাজের সুযোগ সৃষ্টি

প্রকাশিত: ১৭:০১, ১৯ অক্টোবর ২০২১

সরকারীভাবে কর্মহীন নারীদের জর্ডানের পোশাক কারখানায় কাজের সুযোগ সৃষ্টি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদেশে জনশক্তি প্রেরণকারী সরকারী প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে সারাদেশের ন্যায় সরকারিভাবে উত্তরাঞ্চলের কর্মহীন নারীদের বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন উদ্যোগে অদক্ষ নারী শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরকারিভাবে জর্ডানে এবং হংকং-এ নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের এ বিষয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য জানান প্রধান অতিথি বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. বিল্লাল হোসেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সভার আয়োজন করে বোয়েসেল। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি ব্যবস্থাপনায় দেশের স্বল্পদক্ষ, দক্ষ ও পেশাজীবী অভিবাসন প্রত্যাশীদের নৈতিক, নিরাপদ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করার কাজ করছে বোয়েসেল। এমন কর্মসূচীতে জর্ডানে মহিলা গামেন্টস কর্মী এবং হংকং-এ ফিমেল ডোমেস্টিক হেলপার এবং দক্ষিণ কোরিয়ায় এমপ্লয়মেন্ট কর্মসূচীর আওতায় কর্মী প্রেরণ করা হচ্ছে। এ কর্মসূচীতে অভিবাসন প্রত্যাশিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, জর্ডানে মহিলা গামেন্টস কর্মী এবং হংকং-এ ফিমেল ডোমেস্টিক হেলপার নিয়োগ প্রক্রিয়াটি ছিল ঢাকা কেন্দ্রিক। এখন থেকে উত্তরাঞ্চলের নীলফামারী টিটিসিতেও ওই প্রক্রিয়া সম্পন্ন করার চিন্তাভাবনা করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলা ও রাজশাহী বিভাগের আট জেলার কর্মহীন নারীদের এ ব্যাপারে আর ঢাকা যেতে হবেনা। তারা নীলফামারীতেই এই সুযোগ পাবেন। অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বোয়েসেলের কোম্পানী সচিব আব্দুস সোবহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বোয়েসেলের মহাব্যবস্থাপক বনানী বিশ্বাস, শহর মহাব্যবস্থাপক নোমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, নীলফামারী যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক দিলগীর আলম, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এসএম সফিকুল আলম, আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ফরহানুল হক প্রমুখ।
×