ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের শান্তির শোভাযাত্রা

প্রকাশিত: ১৬:৩৩, ১৯ অক্টোবর ২০২১

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের শান্তির শোভাযাত্রা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি ॥ ‘সম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই শ্লোগানে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ সকালে (১১.৩০টায়) দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে শতশত দলীয় নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। অপর দিক সনাতনী সম্প্রদায়ের উদ্যেগে দেশের স্থানে মন্দির ভাংচুর ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । আওয়ামীলীগের শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, পেছনের দুয়ার দিয়ে সন্ত্রাসের মাধ্যমে সৃষ্টি বিএনপি-জামাত চক্র দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। তবে দেশের আপামর জনতা তাদের অপচেষ্টা রুখে দেবে বলেও বক্তারা মন্তব্য করেন। তারা যে মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাকর্মীদের এক্যবদ্ধ থাকার আহবান জানান। শেষে সম্প্রীতি সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা,মন্দির,হিন্দুদের বাড়ী-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার জন্য বিএনপি-জামাত জোটকে দায়ী করে বিচার দাবী করা হয়। সনাতণ সম্প্রদায়ের মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সনাতন ছাত্র-যুব পরিষদ, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটি, ইসকন-খাগড়াছড়ি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংসদ, সনাতনী পরিবার কল্যাণ ট্রাস্ট এর জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। শেষে হিন্দু সম্প্রদায়ের জান ও মালের নিরাপত্তা বিধান করার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয় । এতে সংগঠনের পক্ষ থেকে ৭টি দাবি উত্থাপন করা হয়।০১) কুমিলায় পূজামন্ডপে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক অপরাধী সে যেই হোক তার বা তাদের বিরুদ্ধে উপযুক্ত এবং দৃষ্টান্ত মূলক শান্তি নিশ্চিত করতে হবে।০২) সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থসামাজিক ক্ষেত্রে পুর্নবাসনসহ ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।০৩) সহিংসতায় ক্ষতিগ্রস্ত মঠ, মন্দির, মন্ডপ, উপাসনালয় রাষ্ট্রের অর্থায়নে ও ব্যবস্থাপনায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।০৪) সাম্প্রদায়িক সহিংসতায় ধর্মীয় পুরোহিত ও সামাজিক নেতৃবৃন্দের হত্যার বিচার ও তাদের পরিবারের সদস্যদের পুর্নবাসনে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্র্রহণ করতে হবে।০৫) এ পর্যন্ত সংঘটিত সকল সাম্প্রদায়িকক হামলার বিচার ও দোষিদের শাস্তি নিশ্চিত করতে হবে।০৬) সনাতনী ধর্মীয় সংখ্যালঘুদের সাংবাদিক অধিকার ফিরিয়ে দিতে হবে।০৭) ভবিষ্যতে সাম্প্রদায়িক সহিংসতার পুনরাবৃত্তি রোধে বিজিবি,র‌্যাব পুলিশ, আমর্ড পুলিশ ও আনসারের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
×